Wednesday, 25 October 2017

What is Hibiscus rosa-sinensis ?জবা ফুল কি ?


  1.    Hibiscus rosa-sinensis is also called China rose.
  2. Hibiscus rosa-sinensis is a beautiful, showy flower of native to East Asia,  mainly China.
  3. It is cultivated primarily as an ornamental plant. 
  4. Plant travel around the world and generated several varieties and hybrids of 
    China Rose giving rise to different colors and patterns 


   
  1. জবা বা জবা ফুলের  ইংরেজি নাম হল  Hibiscus rosa-sinensis. 
  2. জবা  হল একটি চিরসবুজ পুষ্পধারী গুল্ম, যার জন্ম পূর্ব এশিয়াতে। এটি চীনা গোলাপ নামেও পরিচিত হয়
  3. জবা গাছের পাতাগুলি চকচকে ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের ৫টি পাপড়ি যুক্ত। 
  4. জবা ফুল গ্রীষ্মকাল শরতকালে ফোটে।
  5. চোখ ওঠা রোগ দূর করতে এর পাতার প্রলেপ দিলে ভাল উপকার পাওয়া যায়।
  6. সর্দি কাশিতে জবা ফুল বেটে রস করে জলে মিসিয়ে খেলে উপকার পাওয়া যায়। 
  7. চুলের বৃদ্ধিতে পাতার রস তেলের সাথে মিশিয়ে চুলে লাগাতে উপকার পাওয়া যায়

      No comments:

      Post a Comment